প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৫
বাজিতপুরে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে গাজিরচর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগামী ৫ জুলাই অনুষ্ঠিতব্য বাজিতপুর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে আজ ৩০ জুন (সোমবার) বিকেল ৩টায় গাজিরচর ইউনিয়ন পরিষদ মাঠে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি আয়োজন করে গাজিরচর ইউনিয়ন বিএনপি।প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব শেখ মজিবুর রহমান ইকবাল।বিশেষ অতিথি ছিলেন:জনাব মনিরুজ্জামান মনির, ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাজিতপুর উপজেলা বিএনপিজনাব মস্তুফা আমিনুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক, বাজিতপুর উপজেলা বিএনপিসভায় সভাপতিত্ব করেন গাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমান (বাচ্চু) এবং সঞ্চালনা করেন গাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান ভূঁইয়া।প্রস্তুতি সভায় বক্তারা আসন্ন সম্মেলনকে দলের পুনর্গঠন ও কর্মী ঐক্যের মাইলফলক হিসেবে উল্লেখ করেন। দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ের সংগঠনগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করার আহ্বান জানান নেতৃবৃন্দ।সভায় ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ শতাধিক দলীয় সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় সম্মেলন ঘিরে সুশৃঙ্খল প্রস্তুতির বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।গাজিরচর ইউনিয়ন বিএনপি আয়োজিত এই সভা আগামী সম্মেলনের আগাম বার্তা ও সাংগঠনিক তৎপরতার দৃশ্যপট তুলে ধরেছে।
কপিরাইট © ২০২৫ বাজিতপুর নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত