প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৫
হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে ২৭ মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু
চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১১টি মামলাসহ সারাদেশে মোট ২৭টি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। এসব মামলায় হাজার হাজার হেফাজত নেতাকর্মীকে আসামি করা হয়েছিল, যা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছিল। ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারার আওতায় সরকার এখন এসব মামলার প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আশরাফ হোসেন চৌধুরী বুধবার (২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাগুলো এখন যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে এবং যথাযথ আদালতের অনুমতি নিয়ে পর্যায়ক্রমে প্রত্যাহারের আবেদন করা হবে।প্রসঙ্গত, এসব মামলার মধ্যে রয়েছে:
হাটহাজারী থানার ১১টি মামলা (বিশেষ ক্ষমতা আইন, জমায়েত ও হামলার অভিযোগ),
খুলশী, ইপিজেড, রাঙ্গুনিয়া, ভূজপুর, বাঁশখালী, কর্ণফুলী, কক্সবাজার সদর, কুমিল্লার চৌদ্দগ্রাম এবং ঢাকার ওয়ারী থানার ১৬টি মামলা।
এছাড়া গত ১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা পিপিকে চিঠি দিয়ে মামলাগুলোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
হেফাজতের প্রতিক্রিয়াএ বিষয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, "২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার কোনো ভিত্তি ছিল না, শুধুমাত্র সরকারবিরোধী অবস্থানের কারণেই এগুলো করা হয়েছিল। এখন সত্যের জয় হচ্ছে।"তিনি আরও বলেন, “প্রত্যাহারের ঘোষণাটি রাজনৈতিক প্রতিহিংসার অবসানের ইঙ্গিতবাহী, তবে আমরা চাই পুরোপুরি ও দ্রুত সব মামলা প্রত্যাহার হোক।”
পরবর্তী পদক্ষেপচট্টগ্রাম পিপির কার্যালয়ের কর্মকর্তারা বৃহস্পতিবার থেকে এসব মামলার অবস্থান শনাক্ত করে আদালতে আবেদন প্রক্রিয়া শুরু করবেন বলে জানা গেছে। মামলাগুলো প্রত্যাহার হলে হেফাজতের বহু নেতাকর্মী দীর্ঘ আইনি হয়রানির হাত থেকে মুক্তি পাবেন।প্রসঙ্গত, আগের সরকারের সময়কার বেশিরভাগ মামলার বাদী ছিল পুলিশ প্রশাসন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক মামলা পর্যালোচনার প্রক্রিয়ায় অগ্রাধিকার দিচ্ছে।
সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা আদালত, হেফাজতে ইসলাম, বাজিতপুর নিউজ।
কপিরাইট © ২০২৫ বাজিতপুর নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত