প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৫
ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্যই বিএনপি কথা বলছে : মো. শরীফুল আলম
কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেছেন, “এই দেশের ১৮ কোটি মানুষের অর্জনকে কেউ কুক্ষিগত করতে পারবে না। একটি মাস পাঁচ দিনের আন্দোলনকে ইতিহাসের পুরো অর্জন বানিয়ে ফেলা অন্যায়। এই আন্দোলনে ১৭ বছর ধরে যাঁরা শ্রম, ত্যাগ ও জীবন দিয়েছেন, সেই ইতিহাস সবার।”বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ শহরের ডক্টরস মিলনায়তনে ড্যাবের আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা এই আয়োজন করে।শরীফুল আলম বলেন,
“বিএনপি নির্বাচনের জন্য পাগল নয়। আমরা জনগণের ভোটের অধিকার ফেরাতে লড়ছি। প্রায় সাড়ে তিন কোটি তরুণ প্রথমবার ভোট দিতে চায়—আমরা সেই অধিকার ফিরিয়ে দিতে চাচ্ছি। যে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে মানুষ রক্ত দিয়েছে, তাকে হটানোই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “কেউ যদি বলে, বিএনপি শুধু নির্বাচনের জন্য মরিয়া, তা সম্পূর্ণ মিথ্যা। যদি তাই হতো, তাহলে আগেই ক্ষমতার সুযোগ গ্রহণ করতাম। কিন্তু বিএনপি সেই রাজনীতি করে না। জিয়াউর রহমানের আদর্শে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি।”বক্তব্যে তিনি ১৭ বছরের রাজপথের সংগ্রামের কথা তুলে ধরে বলেন,
“এক লাখ ৩৫ হাজার মামলা, প্রায় ৪৫ লাখ আসামির বিরুদ্ধে লড়াই করে আমরা এই পর্যায়ে এসেছি। এ সংগ্রামে শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক শক্তি একসঙ্গে ছিল। বহু নেতা-কর্মী নিখোঁজ, অনেকে পরিবারের জানাজাও পড়তে পারেনি। ইলিয়াস আলী, চৌধুরী আলমদের সন্তানেরা আজও অপেক্ষায়—কবে তারা ফিরে আসবেন।”
তিনি বলেন, “বিডিআর হত্যাকাণ্ড হোক বা হেফাজতের ওপর গুলিবর্ষণ—প্রত্যেকটি ঘটনা এ আন্দোলনের ইতিহাসের অংশ। আমরা চাই, সব আত্মত্যাগ এই বিজয়ের ইতিহাসে স্মরণীয় হোক।”আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক ডা. মো. মজিবর রহমান।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিরুজ্জামান, ডা. আতিকুল সারোয়ার, এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, পিপি জালাল উদ্দিন, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, শহীদ নজরুল মেডিকেলের উপাধ্যক্ষ ডা. একরাম আহসান জুয়েল, সদস্য সচিব ডা. এস.কে.এম. নাজমুল আলম, ডা. মীর সাদ সৈকত, যুবদল সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, সাবেক ছাত্রদল সভাপতি মো. মারুফ মিয়াসহ আরও অনেকে।
অনুষ্ঠানে চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৫ বাজিতপুর নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত