প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৫
ভৈরবে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানা মালিক গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে একটি জুতা তৈরির কারখানার মালিক নাছির মিয়া (৪২)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুলাই) রাত সোয়া ১২টার দিকে উপজেলা কমপ্লেক্স সড়কের পাশ থেকে তাঁকে আটক করা হয়। মঙ্গলবার (১৬ জুলাই) তাঁকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী (২৫) দীর্ঘ কয়েক বছর ধরে অভিযুক্ত ব্যক্তির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজের সুবাদে তাদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে নাছির বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। ওই নারী বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা।ভুক্তভোগী নারী বলেন, “নাছির আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইলে আমি তা প্রত্যাখ্যান করি। বহুবার নিজেকে রক্ষা করার চেষ্টা করেছি। একপর্যায়ে বিয়ের কথা বলে তিনি আমার সঙ্গে সম্পর্ক করেন। এখন অন্তঃসত্ত্বা হওয়ার পরও তিনি দায়িত্ব নিতে রাজি নন। বাধ্য হয়েই থানায় মামলা করেছি।”ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) তালেব হোসেন জানান, নারী শ্রমিকের করা লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্ত নাছির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রক্রিয়াগত আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই ঘটনাটি ভৈরব জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শ্রমিক নিরাপত্তা ও কর্মস্থলে নারীদের প্রতি শ্লীলতা রক্ষার দাবি তুলেছেন স্থানীয় অধিকারকর্মীরা।
কপিরাইট © ২০২৫ বাজিতপুর নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত