প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৫
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে বাজিতপুর কিন্ডারগার্টেন স্কুলগুলোর মানববন্ধন
কিশোরগঞ্জের বাজিতপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় বাজিতপুর উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ দাদাভাই এবং সাধারণ সম্পাদক সারোয়ার আলম।"জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যের ঠাঁই নাই—আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই"—এই স্লোগানে মুখরিত ছিল মানববন্ধনস্থল। বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলেও বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সেই সুযোগ থেকে বঞ্চিত রাখা চরম বৈষম্য। তারা এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, বেগম রহিমা স্কুলসহ উপজেলার প্রায় ৪৪টি কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কর্মসূচিতে অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।বক্তারা বলেন, স্বাধীনতার পর এটি শিশুদের প্রতি প্রথম রাষ্ট্রীয় বৈষম্যের দৃষ্টান্ত। তাঁরা দ্রুত এই ‘কালো অধ্যাদেশ’ বাতিলের দাবি জানান।
কপিরাইট © ২০২৫ বাজিতপুর নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত