প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৫
কিশোরগঞ্জে অবৈধ ইটভাটায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
কিশোরগঞ্জ জেলার নিকলী ও পাকুন্দিয়া উপজেলায় অবস্থিত তিনটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।গতকাল বুধবার দিনব্যাপী পরিচালিত এ যৌথ অভিযানে নিকলী উপজেলার বণমালীপুর এলাকার “মেসার্স সামিয়া ব্রিকস”, পাকুন্দিয়ার পুলেরঘাট এলাকার “মেসার্স আশরাফ উদ্দিন ব্রিকস” ও “মেসার্স সোনালী ব্রিকস”-এর চিমনি ও কিলন ভেঙে দেওয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশ। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনীর সদস্য, পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
কপিরাইট © ২০২৫ বাজিতপুর নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত