কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোঃ আমির হোসেনকে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে গাজিরচর বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বাজিতপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ ছিল।
থানা সূত্রে জানা যায়, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী দুঃশাসনের সময় আমির হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বহু সাধারণ মানুষের উপর অত্যাচার ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছিলেন। এসব অভিযোগে এলাকায় তার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ রয়েছে।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
এ ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, তার গ্রেফতার দীর্ঘদিনের ক্ষোভের প্রতিফলন।

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫

সংবাদ নয়, সংযোগ | বাজিতপুর ও কিশোরগঞ্জ জেলার নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ স্থানীয় সংবাদ, জাতীয় ঘটনা, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও মতামত - সব একসাথে এখানেই।
গাজিরচর, বাজিতপুর ২৩৩৬, কিশোরগঞ্জ, ঢাকা-বাংলাদেশ।
০১৩৩৬৬৩৩২৭৭ ০১৩১৯৪৮৩৫২৭
editor@bajitpurnews.com
সম্পাদক ও প্রকাশক: মোঃ মোশিউর রহমান আতিক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান
আপনার মতামত লিখুন