কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে নদীর ঘাটে বেঁধে রাখা একটি যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ট্রলারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে পাশের আরও একটি ট্রলার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারটির মালিক মো. আবুল কালামের ইঞ্জিনচালিত ট্রলারটি যথারীতি ঘাটে বাঁধা ছিল। গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ট্রলারটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
ট্রলারে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে ট্রলারটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভানোর সময় আবুল কালামের ছোট ভাই বাচ্চু মিয়ার আরেকটি ট্রলারেরও আংশিক ক্ষতি হয়।
ট্রলার মালিকদের প্রাথমিক দাবি অনুযায়ী, এই অগ্নিসংযোগে দুটি নৌকার প্রায় দুই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনের পর নিকলী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে, থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়াও শুরু হয়েছে।
বিষয় : কিশোরগঞ্জ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

সংবাদ নয়, সংযোগ | বাজিতপুর ও কিশোরগঞ্জ জেলার নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ স্থানীয় সংবাদ, জাতীয় ঘটনা, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও মতামত - সব একসাথে এখানেই।
গাজিরচর, বাজিতপুর ২৩৩৬, কিশোরগঞ্জ, ঢাকা-বাংলাদেশ।
০১৩৩৬৬৩৩২৭৭ ০১৩১৯৪৮৩৫২৭
editor@bajitpurnews.com
সম্পাদক ও প্রকাশক: মোঃ মোশিউর রহমান আতিক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান
আপনার মতামত লিখুন