কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে লাগাতার কর্মসূচি অব্যাহত রেখেছেন তৃণমূলের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে শনিবার (২২ নভেম্বর) এই আসনের দুই উপজেলা বাজিতপুর ও নিকলীর সড়কে সড়কে হাতে হাত রেখে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এদিন সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। বাজিতপুর পৌরসদরের বটতলা মোড় থেকে শুরু করে নিকলী উপজেলা সদরের শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ সড়কের গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টগুলো মানববন্ধনে মুখরিত ছিল।
নারী কর্মীরাও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় এলাকা। কর্মীদের মুখে শোনা যায়—‘দুর্দিনের ইকবাল ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘ইকবাল ভাই যোগ্য লোক, মনোনয়ন তারই হোক’, এবং ‘এই আসনে প্রার্থী যারা, ইকবাল ভাই সবার সেরা’-র মতো স্লোগান।
বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিটি শনিবার জেলার রাজনীতিতে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল।
কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে চারটি আসনে বিএনপি ইতোমধ্যে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করলেও, কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ আসনে এখনো দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ফলে এই দুটি আসন নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা-কৌতূহলের শেষ নেই।
কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমান ইকবাল ২০১৮ সালের নির্বাচনে দলটির প্রার্থী ছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি এই আসনের দলীয় হাল ধরে রেখেছেন। স্বভাবতই আগামী নির্বাচনে তার মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন।
শনিবারের এই বিশাল মানববন্ধন কর্মসূচিতে দুই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী নেতৃত্ব দেন।
বাজিতপুর অংশে: উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা সজল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামীম প্রমুখ।
নিকলী অংশে: উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা দৃঢ়তার সঙ্গে বলেন, শেখ মজিবুর রহমান ইকবাল দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বাজিতপুর ও নিকলীর নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন। বক্তারা কিশোরগঞ্জ-৫ আসনটিকে জেলার মধ্যে বিএনপি'র সবচেয়ে উর্বর আসন এবং বিএনপি'র দুর্গ হিসেবে উল্লেখ করেন। তাদের দাবি, এ আসনের জনগণ বিএনপি'র প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া অন্য কাউকে মেনে নেবে না।
তাই অবিলম্বে এই আসনে দলীয় প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার জন্য নেতাকর্মীরা বিএনপি'র হাইকমান্ডের কাছে জোর দাবি জানিয়েছেন।

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

সংবাদ নয়, সংযোগ | বাজিতপুর ও কিশোরগঞ্জ জেলার নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ স্থানীয় সংবাদ, জাতীয় ঘটনা, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও মতামত - সব একসাথে এখানেই।
গাজিরচর, বাজিতপুর ২৩৩৬, কিশোরগঞ্জ, ঢাকা-বাংলাদেশ।
০১৩৩৬৬৩৩২৭৭ ০১৩১৯৪৮৩৫২৭
editor@bajitpurnews.com
সম্পাদক ও প্রকাশক: মোঃ মোশিউর রহমান আতিক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান
আপনার মতামত লিখুন