শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
বাজিতপুর নিউজ

'জাতীয় দল'-এর চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও হুমকি দেওয়ার অভিযোগ

বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে 'জাতীয় দল'-এর চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা-র বিরুদ্ধে উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই গুরুতর অভিযোগটি জানাতে রোববার (তারিখ: ২৮ নভেম্বর, ২০২৫) বিকেল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতি পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। তিনি অভিযোগ করেন যে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে 'জাতীয় দল' নামে একটি 'সন্ত্রাসী গ্রুপ' সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীদের নিয়মিতভাবে হুমকি দিয়ে আসছে।

লিখিত বক্তব্যে মনিরুজ্জামান মনির আরও জানান, গত ২২ নভেম্বর বিএনপি কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধন শেষে বিকেল ৪টার দিকে সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে সন্ত্রাসীরা একটি পথসভা করে। ওই পথসভা থেকে তিনি (মনির) এবং উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। এই হুমকির ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

উজ্জ্বল লাল ফলো বাটন

মনিরুজ্জামান মনির দাবি করেন, সৈয়দ এহসানুল হুদার মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল আওয়ামী সন্ত্রাসী ও অস্ত্রধারী ক্যাডার। তিনি আরও জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ওই মিছিল থেকেই পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তফা আমিনুল হক, সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল ফজল হোসেন, সহসভাপতি মো. মহসিন মিয়া, অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, যুববিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত নেতারা সাংবাদিকদের মাধ্যমে সৈয়দ এহসানুল হুদা এবং তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে ধন্যবাদ জ্ঞাপন করে সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করা হয়।

বিষয় : কিশোরগঞ্জ বাজিতপুর বিএনপি নির্বাচন রাজনীতি নিকলী

আপনার মতামত লিখুন

বাজিতপুর নিউজ

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬


বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে 'জাতীয় দল'-এর চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা-র বিরুদ্ধে উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই গুরুতর অভিযোগটি জানাতে রোববার (তারিখ: ২৮ নভেম্বর, ২০২৫) বিকেল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতি পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। তিনি অভিযোগ করেন যে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে 'জাতীয় দল' নামে একটি 'সন্ত্রাসী গ্রুপ' সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীদের নিয়মিতভাবে হুমকি দিয়ে আসছে।লিখিত বক্তব্যে মনিরুজ্জামান মনির আরও জানান, গত ২২ নভেম্বর বিএনপি কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধন শেষে বিকেল ৪টার দিকে সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে সন্ত্রাসীরা একটি পথসভা করে। ওই পথসভা থেকে তিনি (মনির) এবং উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। এই হুমকির ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।মনিরুজ্জামান মনির দাবি করেন, সৈয়দ এহসানুল হুদার মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল আওয়ামী সন্ত্রাসী ও অস্ত্রধারী ক্যাডার। তিনি আরও জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ওই মিছিল থেকেই পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তফা আমিনুল হক, সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল ফজল হোসেন, সহসভাপতি মো. মহসিন মিয়া, অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, যুববিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।উপস্থিত নেতারা সাংবাদিকদের মাধ্যমে সৈয়দ এহসানুল হুদা এবং তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে ধন্যবাদ জ্ঞাপন করে সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করা হয়।

বাজিতপুর নিউজ

সংবাদ নয়, সংযোগ | বাজিতপুর ও কিশোরগঞ্জ জেলার নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ স্থানীয় সংবাদ, জাতীয় ঘটনা, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও মতামত - সব একসাথে এখানেই।

গাজিরচর, বাজিতপুর ২৩৩৬, কিশোরগঞ্জ, ঢাকা-বাংলাদেশ।

০১৩৩৬৬৩৩২৭৭ ০১৩১৯৪৮৩৫২৭

editor@bajitpurnews.com

সম্পাদক ও প্রকাশক: মোঃ মোশিউর রহমান আতিক

ভারপ্রাপ্ত সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান


কপিরাইট © ২০২৬ বাজিতপুর নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত