দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বাজিতপুর ৫০ শয্যা হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। কর্মসূচির প্রথম দিনেই সেবা না পেয়ে ক্ষুব্ধ রোগী ও তাদের স্বজনরা হাসপাতাল সংলগ্ন একটি ফার্মেসি ভাঙচুর করেছে বলে জানা গেছে।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাজিতপুর-এর উদ্যোগে এই কর্মবিরতি শুরু হয়েছে। রবিবার (৩০ নভেম্বর, ২০২৫) সকাল ০৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালিত হয়।
কর্মবিরতির কারণে হাসপাতালের জরুরি সেবা ব্যাহত হয় এবং বহির্বিভাগ থেকে আসা রোগীরা তীব্র ভোগান্তির শিকার হন। দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা দীর্ঘ সময় অপেক্ষা করেও স্বাস্থ্যসেবা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন।
অচলাবস্থা চলাকালীন সেবা না পেয়ে অপেক্ষমাণ রোগী ও তাদের স্বজনদের ক্ষোভ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা হাসপাতাল সংলগ্ন একটি ফার্মেসি ভাঙচুর করে। যদিও ভাঙচুরের বিস্তারিত ক্ষয়ক্ষতি এবং এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
'মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ'-এর ঘোষণা অনুযায়ী, তাদের এই কর্মবিরতি ও আন্দোলন আগামী তিন দিন ধরে চলবে:
| তারিখ | বার | সময়সীমা | কর্মসূচির ধরন |
|---|---|---|---|
| ৩০ নভেম্বর ২০২৫ | রবিবার | সকাল ০৯টা - ১১টা (০২ ঘণ্টা) | কর্মবিরতি |
| ৩ ডিসেম্বর ২০২৫ | বুধবার | সকাল ০৮টা - ১২টা (অর্ধদিবস) | কর্মবিরতি |
| ৪ ডিসেম্বর ২০২৫ | বৃহস্পতিবার | কমপ্লিট শাট-ডাউন | পূর্ণ-কর্মদিবস কর্মবিরতি |
কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড বাস্তবায়নের দাবিতে চলা এই আন্দোলনে রোগীদের ভোগান্তি বাড়তে থাকায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছে সাধারণ মানুষ।
বিষয় : কিশোরগঞ্জ বাজিতপুর চিকিৎসা সেবা

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

সংবাদ নয়, সংযোগ | বাজিতপুর ও কিশোরগঞ্জ জেলার নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ স্থানীয় সংবাদ, জাতীয় ঘটনা, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও মতামত - সব একসাথে এখানেই।
গাজিরচর, বাজিতপুর ২৩৩৬, কিশোরগঞ্জ, ঢাকা-বাংলাদেশ।
০১৩৩৬৬৩৩২৭৭ ০১৩১৯৪৮৩৫২৭
editor@bajitpurnews.com
সম্পাদক ও প্রকাশক: মোঃ মোশিউর রহমান আতিক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান
আপনার মতামত লিখুন