দীর্ঘ প্রতীক্ষা ও তৃণমূলের ব্যাপক আন্দোলন-কর্মসূচির পর অবশেষে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন পেলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলীয় হাইকমান্ড এই মনোনয়ন চূড়ান্ত করে ঘোষণা করেছে। এর মাধ্যমে এই আসনে অন্য প্রার্থী বা জোটের কোনো নেতার মনোনয়ন পাওয়া নিয়ে চলছিল তীব্র জল্পনা-কল্পনার অবসান ঘটল।
কিশোরগঞ্জ-৫ আসনটি ছিল বিএনপির ঘোষিত প্রার্থীর তালিকা থেকে বাদ থাকা কয়েকটি আসনের মধ্যে অন্যতম। এই আসনে মনোনয়নকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে তুমুল উত্তেজনা বিরাজ করছিল।
কর্মীরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, 'দুর্দিনের ইকবাল ভাইকে বাদ দিয়ে অন্য কাউকে, বিশেষ করে জোটের কোনো নেতাকে মনোনয়ন দিলে তা মেনে নেওয়া হবে না এবং সেই প্রার্থীকে প্রত্যাখ্যান করা হবে।'
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইকবালকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তটি প্রমাণ করে যে, এই আসনে তৃণমূলের ঐক্যবদ্ধ দাবি এবং দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি হাইকমান্ড গুরুত্ব দিতে বাধ্য হয়েছে।
শেখ মুজিবুর রহমান ইকবাল একজন প্রবীণ নেতা। তিনি দলের চরম দুর্দিনে ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও এই আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি দু'যুগের বেশি সময় ধরে বাজিতপুর-নিকলীর নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক হাল ধরে রেখেছেন।
এই ঘোষণার ফলে, জেলার দুটি গুরুত্বপূর্ণ আসন—কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫—এর মধ্যে অন্তত একটিতে বিএনপির মনোনয়ন নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিশ্চিত হলো।

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

সংবাদ নয়, সংযোগ | বাজিতপুর ও কিশোরগঞ্জ জেলার নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ স্থানীয় সংবাদ, জাতীয় ঘটনা, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও মতামত - সব একসাথে এখানেই।
গাজিরচর, বাজিতপুর ২৩৩৬, কিশোরগঞ্জ, ঢাকা-বাংলাদেশ।
০১৩৩৬৬৩৩২৭৭ ০১৩১৯৪৮৩৫২৭
editor@bajitpurnews.com
সম্পাদক ও প্রকাশক: মোঃ মোশিউর রহমান আতিক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান
আপনার মতামত লিখুন