ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র তিনবারের বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনের সঙ্গে এই ঘোষণা দেন।
কিশোরগঞ্জ জেলার মোট ৬টি আসনের মধ্যে চারটি আসনে বিএনপি এর আগেই প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছিল। কিন্তু জোটের সঙ্গে আসন ভাগাভাগি বা অন্য কোনো কারণে কিশোরগঞ্জ-১ এবং কিশোরগঞ্জ-৫ এই দুটি আসনে দলীয় মনোনয়ন স্থগিত রাখা হয়েছিল, যা নিয়ে স্থানীয় রাজনীতিতে তীব্র কৌতূহল ছিল।
বৃহস্পতিবার প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে এই দুটি স্থগিত আসনেই সকল জল্পনা-কল্পনার অবসান ঘটল।
দলীয় মনোনয়ন পাওয়া এই দুই প্রার্থী হলেন:
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে: জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম।কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।
এই ঘোষণার ফলে কিশোরগঞ্জ জেলার সবকটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলো এবং নির্বাচনকে সামনে রেখে এখন পূর্ণদমে প্রচারণা শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
বিষয় : কিশোরগঞ্জ বিএনপি কিশোরগঞ্জ সদর হোসেনপুর

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

সংবাদ নয়, সংযোগ | বাজিতপুর ও কিশোরগঞ্জ জেলার নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ স্থানীয় সংবাদ, জাতীয় ঘটনা, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও মতামত - সব একসাথে এখানেই।
গাজিরচর, বাজিতপুর ২৩৩৬, কিশোরগঞ্জ, ঢাকা-বাংলাদেশ।
০১৩৩৬৬৩৩২৭৭ ০১৩১৯৪৮৩৫২৭
editor@bajitpurnews.com
সম্পাদক ও প্রকাশক: মোঃ মোশিউর রহমান আতিক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান
আপনার মতামত লিখুন