বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
বাজিতপুর নিউজ

বাজিতপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সংবর্ধনা

বাজিতপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সংবর্ধনা

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুরে পাঁচ অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জয়িতা’ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার।

উজ্জ্বল লাল ফলো বাটন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শহিদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদ ফাত্তাত, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হাবিবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম রিয়েল, কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তন্ময় বিশ্বাস, বাজিতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (দায়িত্বপ্রাপ্ত) নূর আসাদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, তথ্যসেবা কর্মকর্তা মাহামুদা ইসলাম লিজা, রাজ্জাকুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ খায়রুল হাসান কাউছার, বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান, উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ সিরাজুল ইসলাম

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে পালিত রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও সাফল্য অর্জনকারী নারীদের পাঁচটি ক্যাটাগরিতে ‘অদম্য নারী’ হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

সংবর্ধিত অদম্য নারী ২০২৫: অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী – অল্পনা আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফল নারী – রাজ্জাকুন নাহার সুমি, সফল জননী নারী – লতিফা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরু করা নারী – নাজমা বেগম, সমাজ উন্নয়নে ভূমিকা রাখা নারী – এলেনা খাতুন

বক্তারা বলেন, বেগম রোকেয়া শুধু নারী জাগরণের পথিকৃৎই নন, তিনি বাঙালি নারী সমাজকে আত্মবিশ্বাসী, স্বাবলম্বী ও শিক্ষিত হওয়ার যে বার্তা দিয়ে গেছেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। জয়িতা সম্মাননা সেই আদর্শকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

বিষয় : কিশোরগঞ্জ বাজিতপুর

আপনার মতামত লিখুন

বাজিতপুর নিউজ

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


বাজিতপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুরে পাঁচ অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জয়িতা’ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শহিদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদ ফাত্তাত, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হাবিবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম রিয়েল, কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তন্ময় বিশ্বাস, বাজিতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (দায়িত্বপ্রাপ্ত) নূর আসাদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, তথ্যসেবা কর্মকর্তা মাহামুদা ইসলাম লিজা, রাজ্জাকুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ খায়রুল হাসান কাউছার, বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান, উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ সিরাজুল ইসলামএ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে পালিত রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও সাফল্য অর্জনকারী নারীদের পাঁচটি ক্যাটাগরিতে ‘অদম্য নারী’ হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।সংবর্ধিত অদম্য নারী ২০২৫: অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী – অল্পনা আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফল নারী – রাজ্জাকুন নাহার সুমি, সফল জননী নারী – লতিফা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরু করা নারী – নাজমা বেগম, সমাজ উন্নয়নে ভূমিকা রাখা নারী – এলেনা খাতুনবক্তারা বলেন, বেগম রোকেয়া শুধু নারী জাগরণের পথিকৃৎই নন, তিনি বাঙালি নারী সমাজকে আত্মবিশ্বাসী, স্বাবলম্বী ও শিক্ষিত হওয়ার যে বার্তা দিয়ে গেছেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। জয়িতা সম্মাননা সেই আদর্শকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

বাজিতপুর নিউজ

সংবাদ নয়, সংযোগ | বাজিতপুর ও কিশোরগঞ্জ জেলার নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ স্থানীয় সংবাদ, জাতীয় ঘটনা, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও মতামত - সব একসাথে এখানেই।

গাজিরচর, বাজিতপুর ২৩৩৬, কিশোরগঞ্জ, ঢাকা-বাংলাদেশ।

০১৩৩৬৬৩৩২৭৭ ০১৩১৯৪৮৩৫২৭

editor@bajitpurnews.com

সম্পাদক ও প্রকাশক: মোঃ মোশিউর রহমান আতিক

ভারপ্রাপ্ত সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান


কপিরাইট © ২০২৫ বাজিতপুর নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত