সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শোকসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মানিকের সঞ্চালনায় আয়োজিত এই শোকসভায় ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোক প্রকাশ করে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ জসীম, সহ-সভাপতি আবুল হোসেন, মো. ফারুক, অর্থ সম্পাদক মো. আব্দুস সলিম এবং সদস্য আবদুর রহমানসহ স্থানীয় অন্যান্য সাংবাদিকবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরারচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শফি উদ্দিন।
শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে বলেন, তিনি ছিলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক সাহসী নেত্রী। বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্বের ক্ষেত্রে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তাঁর এই চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। বক্তারা অত্যন্ত গুরুত্বের সাথে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশপ্রেমের কথা তুলে ধরেন। পরিশেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
বিষয় : কিশোরগঞ্জ বাজিতপুর খালেদা জিয়া

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

সংবাদ নয়, সংযোগ | বাজিতপুর ও কিশোরগঞ্জ জেলার নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ স্থানীয় সংবাদ, জাতীয় ঘটনা, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও মতামত - সব একসাথে এখানেই।
গাজিরচর, বাজিতপুর ২৩৩৬, কিশোরগঞ্জ, ঢাকা-বাংলাদেশ।
০১৩৩৬৬৩৩২৭৭ ০১৩১৯৪৮৩৫২৭
editor@bajitpurnews.com
সম্পাদক ও প্রকাশক: মোঃ মোশিউর রহমান আতিক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান
আপনার মতামত লিখুন