কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সরকারি ভিজিডি/ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে অভিযান চালিয়ে ১৮০ কেজি সরকারি চালসহ ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর—এই তিন মাসের জন্য প্রত্যেক উপকারভোগীর ৯০ কেজি করে চাল পাওয়ার কথা ছিল। কিন্তু বিতরণের সময় তাদের মাত্র ৮০ কেজি করে চাল দেওয়া হচ্ছিল। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে ইটনা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সায়াম মাহমুদের নেতৃত্বে জয়সিদ্ধি বাজার সংলগ্ন নদীর তীরে চাল বিতরণ কার্যক্রমে ঝটিকা অভিযান চালায় যৌথ বাহিনী।
অভিযান চলাকালে অতিরিক্ত মজুত করে রাখা ১৮০ কেজি চাল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য সোহেল মিয়াসহ মোট চারজন ইউপি সদস্য এবং একজন সংরক্ষিত মহিলা সদস্যকে আটক করা হয়েছিল। প্রাথমিক তদন্তে চাল আত্মসাতের ঘটনার সাথে সোহেল মিয়ার সরাসরি সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তবে অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্যকে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে ইটনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি চাল কারচুপির অভিযোগে সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

সংবাদ নয়, সংযোগ | বাজিতপুর ও কিশোরগঞ্জ জেলার নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ স্থানীয় সংবাদ, জাতীয় ঘটনা, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও মতামত - সব একসাথে এখানেই।
গাজিরচর, বাজিতপুর ২৩৩৬, কিশোরগঞ্জ, ঢাকা-বাংলাদেশ।
০১৩৩৬৬৩৩২৭৭ ০১৩১৯৪৮৩৫২৭
editor@bajitpurnews.com
সম্পাদক ও প্রকাশক: মোঃ মোশিউর রহমান আতিক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান
আপনার মতামত লিখুন