শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
বাজিতপুর নিউজ

বাজিতপুরে হিলচিয়া-আয়নারকান্দি সড়কের বেহাল দশা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া বাজার থেকে আয়নারকান্দি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়কটি গত পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের অসংখ্য খানাখন্দ, ভাঙাচোরা অংশ ও কর্দমাক্ত পরিস্থিতির কারণে এলাকাবাসীর জনদুর্ভোগ চরমে উঠেছে এবং এই পথে যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, পুরো সড়কজুড়ে বড় বড় গর্তে পানি জমে আছে। ভাঙা পাথর ও মাটির স্তূপ মিশে পথটি কাদা হয়ে যাওয়ায় অটোরিকশা, সিএনজি, ব্যাটারিচালিত রিকশা এবং মোটরসাইকেল চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে বা রাতের বেলা এই রাস্তায় চলাচল করা এক প্রকার অসম্ভব হয়ে ওঠে। বিগত সরকারের আমলে সড়কটির সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ মাস পেরিয়ে গেলেও এখনো সড়কটির উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, "এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ—সবাইকে চরম ভোগান্তির শিকার হতে হয়। আমরা পাঁচ বছর ধরে শুধু আশ্বাস শুনেছি, কিন্তু সংস্কারের কাজ শুরু হয়নি। দ্রুত কাজ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।"সড়কটির বেহাল দশা সম্পর্কে জানতে চাইলে বাজিতপুর উপজেলা প্রকৌশলী বনি আমিন জানান, "আমরা সড়কটির জরাজীর্ণ অবস্থা সম্পর্কে অবগত আছি। ইতোমধ্যে সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া মাত্র আয়নারকান্দি–বালিগাঁও সড়কের সংস্কারকাজ দ্রুত শুরু করা হবে।"এলাকাবাসী প্রতিনিয়ত দুর্ঘটনা, ভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতির হাত থেকে বাঁচতে এ গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলযোগ্য করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

বাজিতপুরে হিলচিয়া-আয়নারকান্দি সড়কের বেহাল দশা