বাজিতপুরকে জেলা ঘোষণার দাবিতে আজ শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বাদ জুমা হুমাইপুর মাদরাসা মাঠে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।আয়োজকরা জানান, বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী, কটিয়াদী ও অষ্টগ্রাম নিয়ে প্রস্তাবিত বাজিতপুর জেলা গঠনের দাবি দীর্ঘদিনের। এ দাবিতে এলাকায় নানা কর্মসূচি চললেও এখনো সরকারি ঘোষণা আসেনি।“জেলা, জেলা, জেলা চাই, বাজিতপুর জেলা চাই” স্লোগানে আজকের কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, ছাত্র ও ব্যবসায়ী অংশ নেবেন বলে জানা গেছে। আয়োজনে রয়েছে ১নং হুমাইপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।