কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক খুনের মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের স্ত্রী মোছা. মিনা বাদী হয়ে থানায় মামলা করেছিলেন।গ্রেপ্তাররা হলেন—গোপালগঞ্জ জেলা সদরের গোপীনাথপুর এলাকার মৃত জসিম শেখের ছেলে হিরু শেখ (৪৫) এবং কিশোরগঞ্জ শহরতলির আমাটি শিবপুর এলাকার মৃত আফছর উদ্দিনের ছেলে মো. বিপ্লব (৪৫)।পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের বাঘপাড়া গ্রামের মৃত হাসেম উদ্দিনের ছেলে মো. সুলতান (৬২) গত ৩ আগস্ট সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তাঁকে অচেতন অবস্থায় পাকুন্দিয়া সদরের জামে মসজিদের বারান্দা থেকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।পরদিন ৪ আগস্ট উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুলতান মারা যান। পরে ৫ আগস্ট তাঁর স্ত্রী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।শনিবার গভীর রাতে কিশোরগঞ্জ শহরের উজানভাটি হোটেল থেকে হিরু শেখ ও বিপ্লবকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়। ওসি সাখাওয়াত হোসেন বলেন, “অন্য আসামিদের গ্রেপ্তার ও অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।”