
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ৮৫তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার (২৯ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার পক্ষে জন্মদিনের কেক ও ফুলের তোড়া পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। এসব উপহার গ্রহণ করেন প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তারেক রহমান। শুভেচ্ছার জবাবে প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ক্ষুদ্রঋণের ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে তিনি ‘গ্রামীণ ব্যাংক’ প্রতিষ্ঠা করেন এবং ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।
বিষয় : জাতীয় তারেক রহমান ড. মুহাম্মদ ইউনূস
রোববার, ২৪ আগস্ট ২০২৫
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ৮৫তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার (২৯ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার পক্ষে জন্মদিনের কেক ও ফুলের তোড়া পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। এসব উপহার গ্রহণ করেন প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তারেক রহমান। শুভেচ্ছার জবাবে প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ক্ষুদ্রঋণের ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে তিনি ‘গ্রামীণ ব্যাংক’ প্রতিষ্ঠা করেন এবং ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।
আপনার মতামত লিখুন