
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র একটি অংশের বিরুদ্ধে অবৈধভাবে কমিটি গঠন করে আসন্ন ৫ জুলাই সম্মেলন আয়োজনের অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে অন্য একটি অংশ।
বুধবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে বাজিতপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বাঁশমহল প্রাঙ্গণে গিয়ে এক সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল।
প্রধান অতিথি সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া ।
সমাবেশে বক্তারা বলেন, বাজিতপুর উপজেলা বিএনপির একটি পক্ষ তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে অবৈধভাবে কমিটি গঠন করেছে এবং এখন সেই অবৈধ কমিটি দিয়ে ৫ জুলাই সম্মেলন আয়োজনের পাঁয়তারা করছে। এটি দলের গঠনতন্ত্র ও আদর্শ পরিপন্থী।
তারা আরও বলেন, যারা গত ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে আতাত করে রাজনীতি করেছেন, সুবিধা নিয়েছেন, তারা এখন দলের হঠাৎ উদিত প্রেমিক সাজতে এসেছেন। কিন্তু দলের প্রকৃত নেতাকর্মীরা তাদের চেনে এবং জানে। এই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।
বক্তারা স্পষ্ট করে বলেন, এই "বানানো" সম্মেলন যদি বাতিল না করা হয়, তাহলে তা তৃণমূল নেতাকর্মীদের হাতে প্রতিহত করা হবে। তারা দাবি করেন, দলের প্রতি নিবেদিত, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে পুনরায় গঠনতান্ত্রিকভাবে উপজেলা কমিটি গঠন করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, এখানে তৃণমূলকেই গুরুত্ব দিতে হবে। যারা দলের ভিতরে থেকে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে, তাদের কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না।
এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজল ভূইয়া, প্রয়াত সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর তনয় ও তার স্মৃতি সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহ্ আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন, উপজেলা যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. ফজলুল হক।
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৫
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র একটি অংশের বিরুদ্ধে অবৈধভাবে কমিটি গঠন করে আসন্ন ৫ জুলাই সম্মেলন আয়োজনের অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে অন্য একটি অংশ।
বুধবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে বাজিতপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বাঁশমহল প্রাঙ্গণে গিয়ে এক সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল।
প্রধান অতিথি সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া ।
সমাবেশে বক্তারা বলেন, বাজিতপুর উপজেলা বিএনপির একটি পক্ষ তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে অবৈধভাবে কমিটি গঠন করেছে এবং এখন সেই অবৈধ কমিটি দিয়ে ৫ জুলাই সম্মেলন আয়োজনের পাঁয়তারা করছে। এটি দলের গঠনতন্ত্র ও আদর্শ পরিপন্থী।
তারা আরও বলেন, যারা গত ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে আতাত করে রাজনীতি করেছেন, সুবিধা নিয়েছেন, তারা এখন দলের হঠাৎ উদিত প্রেমিক সাজতে এসেছেন। কিন্তু দলের প্রকৃত নেতাকর্মীরা তাদের চেনে এবং জানে। এই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।
বক্তারা স্পষ্ট করে বলেন, এই "বানানো" সম্মেলন যদি বাতিল না করা হয়, তাহলে তা তৃণমূল নেতাকর্মীদের হাতে প্রতিহত করা হবে। তারা দাবি করেন, দলের প্রতি নিবেদিত, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে পুনরায় গঠনতান্ত্রিকভাবে উপজেলা কমিটি গঠন করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, এখানে তৃণমূলকেই গুরুত্ব দিতে হবে। যারা দলের ভিতরে থেকে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে, তাদের কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না।
এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজল ভূইয়া, প্রয়াত সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর তনয় ও তার স্মৃতি সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহ্ আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন, উপজেলা যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. ফজলুল হক।
আপনার মতামত লিখুন