
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর শেখ মুজাহিদুর রহমান চন্দন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে সেনা সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সিনেটর শেখ মুজাহিদুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য থেকে টানা চতুর্থবারের মতো নির্বাচিত। আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে তিনি একজন পরিচিত মুখ হিসেবে স্বীকৃত।
তিনি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কৃতি সন্তান। ব্যক্তিজীবনে তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই।
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও অভিজ্ঞতা বিনিময়সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সাক্ষাৎ শেষে সেনাপ্রধান সিনেটর চন্দনকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় ও গঠনমূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার, ০৫ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর শেখ মুজাহিদুর রহমান চন্দন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে সেনা সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সিনেটর শেখ মুজাহিদুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য থেকে টানা চতুর্থবারের মতো নির্বাচিত। আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে তিনি একজন পরিচিত মুখ হিসেবে স্বীকৃত।
তিনি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কৃতি সন্তান। ব্যক্তিজীবনে তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই।
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও অভিজ্ঞতা বিনিময়সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সাক্ষাৎ শেষে সেনাপ্রধান সিনেটর চন্দনকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় ও গঠনমূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন