বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
বাজিতপুর নিউজ

বাজিতপুরে বিএনপির কাউন্সিল আগামী ১০ দিনের মধ্যে হবে: শেখ মজিবুর রহমান ইকবাল

বাজিতপুরে বিএনপির কাউন্সিল আগামী ১০ দিনের মধ্যে হবে: শেখ মজিবুর রহমান ইকবাল
ছবিঃ সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল

আগামী ১০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে বাজিতপুর উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত কাউন্সিল—এমন ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল

শনিবার (৫ জুলাই) বিকেলে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“আজ ৫ তারিখেই সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু কিছু নেতা কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন করেছেন যে, ইউনিয়ন পর্যায়ের কাউন্সিলর ও ডেলিগেটদের তালিকা এখনও হাতে পাননি। অথচ আমরা সেটা তিনদিন আগেই পেয়েছি।”

বক্তব্যে তিনি দলের অভ্যন্তরীণ বিরোধের বিষয়েও স্পষ্ট কথা বলেন। ইঙ্গিত করে বলেন,

“বাজিতপুর বাজারের বাঁশমহলে গত তিনদিন আগে যারা সভা করেছেন, তাদের ধন্যবাদ জানাই। তারা যেভাবে নিজের দলের নেতাদের সমালোচনা করেছে, আল্লাহ তাদের হেদায়েত দিক। সম্মেলন হবে, হবেই—আগামী ১০ দিনের মধ্যেই পূর্ব নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইকবাল বলেন,

“দেশের মানুষ একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কিন্তু সরকার এখন প্রধান উপদেষ্টার নাম নিয়েই তালবাহানা শুরু করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই—অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন, না হলে বাজিতপুর থেকেই তীব্র আন্দোলনের সূচনা হবে।”

সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির
বক্তব্য দেন:

  • উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী
  • বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল হোসেন
  • বাজিতপুর কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বাদল
    এছাড়াও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পী রবি চৌধুরী, ন্যান্সি ও মৌসুমী। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল নেতা-কর্মী ও এলাকাবাসীর উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ।

বিষয় : বাজিতপুর রাজনীতি বিএনপি শেখ মুজিবুর রহমান ইকবাল

আপনার মতামত লিখুন

বাজিতপুর নিউজ

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫


বাজিতপুরে বিএনপির কাউন্সিল আগামী ১০ দিনের মধ্যে হবে: শেখ মজিবুর রহমান ইকবাল

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৫

featured Image

আগামী ১০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে বাজিতপুর উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত কাউন্সিল—এমন ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল

শনিবার (৫ জুলাই) বিকেলে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“আজ ৫ তারিখেই সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু কিছু নেতা কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন করেছেন যে, ইউনিয়ন পর্যায়ের কাউন্সিলর ও ডেলিগেটদের তালিকা এখনও হাতে পাননি। অথচ আমরা সেটা তিনদিন আগেই পেয়েছি।”

বক্তব্যে তিনি দলের অভ্যন্তরীণ বিরোধের বিষয়েও স্পষ্ট কথা বলেন। ইঙ্গিত করে বলেন,

“বাজিতপুর বাজারের বাঁশমহলে গত তিনদিন আগে যারা সভা করেছেন, তাদের ধন্যবাদ জানাই। তারা যেভাবে নিজের দলের নেতাদের সমালোচনা করেছে, আল্লাহ তাদের হেদায়েত দিক। সম্মেলন হবে, হবেই—আগামী ১০ দিনের মধ্যেই পূর্ব নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইকবাল বলেন,

“দেশের মানুষ একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কিন্তু সরকার এখন প্রধান উপদেষ্টার নাম নিয়েই তালবাহানা শুরু করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই—অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন, না হলে বাজিতপুর থেকেই তীব্র আন্দোলনের সূচনা হবে।”

সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির
বক্তব্য দেন:

  • উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী
  • বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল হোসেন
  • বাজিতপুর কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বাদল
    এছাড়াও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পী রবি চৌধুরী, ন্যান্সি ও মৌসুমী। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল নেতা-কর্মী ও এলাকাবাসীর উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ।


বাজিতপুর নিউজ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোশিউর রহমান আতিক | নির্বাহী সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান
কপিরাইট © ২০২৫ বাজিতপুর নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত