বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
বাজিতপুর নিউজ

ভৈরব-ময়মনসিংহ মহাসড়কে ময়লার ভাগাড়, জনদুর্ভোগে নাকাল সাধারণ মানুষ

ভৈরব-ময়মনসিংহ মহাসড়কে ময়লার ভাগাড়, জনদুর্ভোগে নাকাল সাধারণ মানুষ

ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ অংশে নতুন জেলখানা মোড় সংলগ্ন এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে গড়ে উঠেছে ময়লার বিশাল ভাগাড়। মহাসড়কের একটি লেন দখল করে প্রতিদিনই এখানে ফেলা হচ্ছে কিশোরগঞ্জ পৌরসভা ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের বর্জ্যসহ নানা আবর্জনা। ফলে একদিকে যেমন রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটছে, তেমনি অসহ্য দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে স্থানীয় জনসাধারণ।

ভুক্তভোগীরা জানান, পথচারী, যাত্রী, চালক—সবাই চরম কষ্টে রয়েছেন। স্থানীয় এক নারী, নাজমা বেগম বলেন, “নাক-মুখ বন্ধ করেও গন্ধ সহ্য করা যায় না। গাড়িতে বসেও থাকা যায় না।” স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া বলেন, “আমাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। হেঁটে চললে বমি আসে। এমন অবস্থা হলে এলাকা ছাড়তে হবে।”

মহাসড়কে নিয়মিত চলাচল করা পরিবহন শ্রমিক শফিকুল ইসলাম জানান, “এক লেন বন্ধ হয়ে গেছে। দুর্গন্ধে যাত্রীদের খুব সমস্যা হয়।” এক বাসযাত্রী মো. সজিব মিয়া বলেন, “লাখ লাখ মানুষ যাতায়াত করে। অথচ সমস্যার সমাধানে কেউ এগোচ্ছে না।”

এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল বলেন, “এভাবে খোলা স্থানে ময়লা ফেলার ফলে আশপাশের বাতাস বিষাক্ত হয়ে উঠছে। এতে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চললেও কোনো কার্যকর উদ্যোগ নেই। তারা দ্রুত ময়লা অপসারণ ও বিকল্প ডাম্পিং স্পট নির্ধারণের দাবি জানিয়েছেন

বিষয়টি নিয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া বলেন, “জনভোগান্তির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সমাধান হবে বলে আশা করছি।”

সংশ্লিষ্টদের মতে, সড়ক, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে পরিণতি হতে পারে ভয়াবহ। স্থানীয়দের প্রত্যাশা—নির্বাচন-পূর্ব সময়ে হলেও যেন প্রশাসন সমস্যাটি স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নেয়।

বিষয় : ভৈরব

আপনার মতামত লিখুন

বাজিতপুর নিউজ

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫


ভৈরব-ময়মনসিংহ মহাসড়কে ময়লার ভাগাড়, জনদুর্ভোগে নাকাল সাধারণ মানুষ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৫

featured Image

ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ অংশে নতুন জেলখানা মোড় সংলগ্ন এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে গড়ে উঠেছে ময়লার বিশাল ভাগাড়। মহাসড়কের একটি লেন দখল করে প্রতিদিনই এখানে ফেলা হচ্ছে কিশোরগঞ্জ পৌরসভা ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের বর্জ্যসহ নানা আবর্জনা। ফলে একদিকে যেমন রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটছে, তেমনি অসহ্য দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে স্থানীয় জনসাধারণ।

ভুক্তভোগীরা জানান, পথচারী, যাত্রী, চালক—সবাই চরম কষ্টে রয়েছেন। স্থানীয় এক নারী, নাজমা বেগম বলেন, “নাক-মুখ বন্ধ করেও গন্ধ সহ্য করা যায় না। গাড়িতে বসেও থাকা যায় না।” স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া বলেন, “আমাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। হেঁটে চললে বমি আসে। এমন অবস্থা হলে এলাকা ছাড়তে হবে।”

মহাসড়কে নিয়মিত চলাচল করা পরিবহন শ্রমিক শফিকুল ইসলাম জানান, “এক লেন বন্ধ হয়ে গেছে। দুর্গন্ধে যাত্রীদের খুব সমস্যা হয়।” এক বাসযাত্রী মো. সজিব মিয়া বলেন, “লাখ লাখ মানুষ যাতায়াত করে। অথচ সমস্যার সমাধানে কেউ এগোচ্ছে না।”

এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল বলেন, “এভাবে খোলা স্থানে ময়লা ফেলার ফলে আশপাশের বাতাস বিষাক্ত হয়ে উঠছে। এতে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চললেও কোনো কার্যকর উদ্যোগ নেই। তারা দ্রুত ময়লা অপসারণ ও বিকল্প ডাম্পিং স্পট নির্ধারণের দাবি জানিয়েছেন

বিষয়টি নিয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া বলেন, “জনভোগান্তির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সমাধান হবে বলে আশা করছি।”

সংশ্লিষ্টদের মতে, সড়ক, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে পরিণতি হতে পারে ভয়াবহ। স্থানীয়দের প্রত্যাশা—নির্বাচন-পূর্ব সময়ে হলেও যেন প্রশাসন সমস্যাটি স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নেয়।


বাজিতপুর নিউজ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোশিউর রহমান আতিক | নির্বাহী সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান
কপিরাইট © ২০২৫ বাজিতপুর নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত