বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
বাজিতপুর নিউজ

ভৈরবে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অফিস রুমে ঢুকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা মো. আজিম রানা ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে বাজিতপুর উপজেলার মাইজচর এলাকা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিব।

গ্রেপ্তারকৃত আজিম রানা ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পূর্বকান্দা গ্রামের মো. এলাছ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটির পর আজিম রানা অনুমতি না নিয়ে বিদ্যালয়ের পানির ট্যাংক থেকে পুকুরে পানি দেওয়ার জন্য পাইপ লাগান, যার ফলে বিদ্যালয়ের একমাত্র পাম্পটি পুড়ে যায়। তাছাড়া তিনি প্রায়ই দপ্তরির কক্ষে ঢুকে জোরপূর্বক মাদক সেবন করতেন এবং শিক্ষকরা বাধা দিলে উগ্র হয়ে গালাগাল ও হুমকি দিতেন। একপর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তার মায়ের কাছে অভিযোগ করে।

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ২৯ জুন রোববার দুপুরে তিনি সরাসরি বিদ্যালয়ের অফিস রুমে ঢুকে প্রধান শিক্ষক একেএম মাসুদকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং শারীরিকভাবে মারধর করেন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রধান শিক্ষককে উদ্ধার করে।

ঘটনার পর দিন (২৯ জুন) প্রধান শিক্ষক একেএম মাসুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে তাকে বাজিতপুর থেকে গ্রেপ্তার করা হয়।

এএসপি নাজমুস সাকিব বলেন, “একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। অভিযুক্ত যুবলীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ৮ জুলাই আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”

ঘটনার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে শিক্ষা প্রতিষ্ঠানে এমন সন্ত্রাসী আচরণ আর কেউ করার সাহস না পায়।

প্রসঙ্গত, শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বিষয় : কিশোরগঞ্জ ভৈরব

আপনার মতামত লিখুন

বাজিতপুর নিউজ

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫


ভৈরবে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৫

featured Image

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অফিস রুমে ঢুকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা মো. আজিম রানা ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে বাজিতপুর উপজেলার মাইজচর এলাকা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিব।

গ্রেপ্তারকৃত আজিম রানা ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পূর্বকান্দা গ্রামের মো. এলাছ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটির পর আজিম রানা অনুমতি না নিয়ে বিদ্যালয়ের পানির ট্যাংক থেকে পুকুরে পানি দেওয়ার জন্য পাইপ লাগান, যার ফলে বিদ্যালয়ের একমাত্র পাম্পটি পুড়ে যায়। তাছাড়া তিনি প্রায়ই দপ্তরির কক্ষে ঢুকে জোরপূর্বক মাদক সেবন করতেন এবং শিক্ষকরা বাধা দিলে উগ্র হয়ে গালাগাল ও হুমকি দিতেন। একপর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তার মায়ের কাছে অভিযোগ করে।

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ২৯ জুন রোববার দুপুরে তিনি সরাসরি বিদ্যালয়ের অফিস রুমে ঢুকে প্রধান শিক্ষক একেএম মাসুদকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং শারীরিকভাবে মারধর করেন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রধান শিক্ষককে উদ্ধার করে।

ঘটনার পর দিন (২৯ জুন) প্রধান শিক্ষক একেএম মাসুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে তাকে বাজিতপুর থেকে গ্রেপ্তার করা হয়।

এএসপি নাজমুস সাকিব বলেন, “একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। অভিযুক্ত যুবলীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ৮ জুলাই আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”

ঘটনার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে শিক্ষা প্রতিষ্ঠানে এমন সন্ত্রাসী আচরণ আর কেউ করার সাহস না পায়।

প্রসঙ্গত, শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।


বাজিতপুর নিউজ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোশিউর রহমান আতিক | নির্বাহী সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান
কপিরাইট © ২০২৫ বাজিতপুর নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত