শনিবার, ০৫ জুলাই ২০২৫
বাজিতপুর নিউজ

মোঃ খলিলুর রহমান

মোঃ খলিলুর রহমান


বাজিতপুরে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা

আসন্ন বাজিতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল, সুশৃঙ্খল ও জনসম্পৃক্ত করতে মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দলীয় নেতাকর্মীরা।এই লক্ষ্যে বুধবার (২ জুলাই) বিকেল ৪টায় হালিমপুর, হিলচিয়া ও পিরিজপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।হিলচিয়া ইউনিয়নের ঝন্টু শাহ বয়লার চত্বরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন হিলচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়াজ মামনুন রহমান পুটন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।এই সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মস্তোফা আমিনুল হক,  যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইন্দ্রজিত দাস, প্রফেসর তোফাজ্জল হোসেন বাদল, হিলচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল ফজল হোসেন, বাজিতপুর উপজেলা বাজিতপুর উপজেলা যুবদল ভারপ্রাপ্ত আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীর, বাজিতপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার রহমান শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিলচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির।এর আগে মঙ্গলবার (১ জুলাই) দিলালপুর, গাজিরচর ও সরারচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, বাজিতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন সফল করতে নেতাকর্মীরা ইউনিয়নভিত্তিক সভার মাধ্যমে মাঠ পর্যায়ে সংগঠনের তৎপরতা আরও গতিশীল করছেন।

বাজিতপুরে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা