বাজিতপুরে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যানকে গণধোলাই
বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়ছার এ হাবীব ছাত্র-জনতার গণধোলাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে দক্ষিণ কৈলাগ এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দীর্ঘদিন ধরে এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে জনসাধারণের বিভিন্ন দাবি-দাওয়াকে উপেক্ষা করে আসছিলেন কায়ছার হাবীব। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কৈলাগ এলাকায় গেলে একদল শিক্ষার্থী ও স্থানীয় জনগণ তাকে ঘিরে ফেলে। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে ধাওয়া দিয়ে গণধোলাই দেয়।স্থানীয়রা আরও জানান, বিগত আওয়ামী সরকারের শাসনামলে কৈলাগ ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকাবাসী মনে করছেন, এসব কারণেই তার বিরুদ্ধে ক্ষোভ দীর্ঘদিন ধরে জমে ছিল। ঘটনাটি বাজিতপুরে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।