২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পরিষদ “আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্যে একটি অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা আয়োজন করেছে।বুধবার (২ জুলাই) কিশোরগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগ এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে। এতে অংশ নিতে আগামী ৮ জুলাই ২০২৫, অফিস চলাকালীন সময়ের মধ্যে অনলাইনে অথবা সরাসরি জেলা পরিষদ কার্যালয়ে আইডিয়া জমা দিতে হবে। কীভাবে অংশগ্রহণ করবেন:আইডিয়া জমা দিন এই লিংকে: https://forms.gle/eyk3HG1W9g8pUAAZ9অথবা সরাসরি জমা দিন: কিশোরগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে (অফিস চলাকালীন সময়) কী থাকবে আইডিয়া পেপারে:১. আইডিয়ার শিরোনাম ২. ভূমিকা ও প্রেক্ষাপট৩. সম্পূর্ণ বিবরণ (স্থান, উদ্দেশ্য, প্রভাব)৪. দলের সদস্যদের দায়িত্ব৫. সৃজনশীলতা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি৬. স্বতন্ত্রতা ও প্রাসঙ্গিকতা৭. গণঅভ্যুত্থানের চেতনার সাথে সামঞ্জস্যতা৮. দেশীয় সংস্কৃতির উপযোগিতা৯. ১–২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা/ইংরেজি ভাষায়) কে কে অংশ নিতে পারবেন:• ১৫–৩০ বছর বয়সী তরুণ-তরুণীরা• মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা• ডিবেট ক্লাব, যুব সংগঠন, স্কাউট, রোভার, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা• শুধুমাত্র দলীয়ভাবে অংশগ্রহণ করতে হবে• নারী সদস্যের অগ্রাধিকার দেওয়া হবে জেলা পরিষদের এক কর্মকর্তা বলেন, “জুলাই আন্দোলনের চেতনা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে এবং তাদের সৃজনশীল ভাবনার জায়গা দিতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আমরা বাস্তবায়নযোগ্য ও যুগোপযোগী আইডিয়া খুঁজছি, যেগুলো বৈষম্যহীন বাংলাদেশের নির্মাণে ভূমিকা রাখবে।” এই বিজ্ঞপ্তিটি সংক্ষিপ্ত বিধায় বিস্তারিত তথ্যাদি ও নিয়মাবলী অফিস চলাকালীন সময়ে জেলা পরিষদ কার্যালয় হতে জানা যাবে। উক্ত বিজ্ঞপ্তিটি জেলা পরিষদের ওয়েব সাইট www.zpkishoreganj.gov.bd এ দেখা যাবে।