“জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে”—এই স্লোগানকে সামনে রেখে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে বাজিতপুরে। ২৬ জুলাই ২০২৫, শনিবার সকাল ৯:৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে এ বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়, বাজিতপুর, কিশোরগঞ্জ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারশিদ বিন এনাম। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সমাজকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।অনুষ্ঠানের মূল লক্ষ্যশপথ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সামাজিক বৈষম্য, দুর্নীতি ও অন্যায় প্রতিরোধে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন। আয়োজকরা জানান, এটি ‘জুলাই পুনর্জাগরণ’ মাসব্যাপী কার্যক্রমের অংশ, যার মাধ্যমে তরুণ সমাজকে সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করা হচ্ছে।অনুষ্ঠানটি শেষ হয় ‘আমি বৈষম্য মানব না’ এই প্রতিজ্ঞা পাঠের মধ্য দিয়ে।