বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
বাজিতপুর নিউজ

“প্লিজ ভাই, এবার থামুন” ফজলুর রহমানকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ রাজনৈতিক নেতা ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্য ও রাজনৈতিক অবস্থান ঘিরে এবার প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিঞা।মঙ্গলবার (৯ জুলাই) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি দীর্ঘ পোস্টে তিনি ফজলুর রহমানকে সরাসরি "থামার" আহ্বান জানিয়ে বলেন, "প্লিজ! ভাই এবার থামুন। অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাকে অনুরোধ করে বলছি, আপনি এবার থামুন।"পোস্টের শুরুতেই ইসরাইল মিঞা শ্রদ্ধার সুরে ফজলুর রহমানের বক্তৃতাশৈলী ও মুক্তিযুদ্ধের অবদানকে সম্মান জানান। লিখেছেন, “আপনি ভালো বলতে পারেন, সেটা কিশোরগঞ্জসহ দেশবাসী ভালো করেই জানে। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা—এ জন্য আপনাকে সহস্রবার স্যালুট করি।”তবে এরপরই কড়া ভাষায় সমালোচনা করে বলেন, “আপনার সাবেক দলের নেতার প্রতি অতিভক্তি মানুষের সহ্যসীমা লঙ্ঘন করছে। আপনি যাকে দেবতুল্য বানাতে চাইছেন, তিনিই একদলীয় বাকশাল কায়েম করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন।” আলেম-ওলামাদের নিয়ে অবমাননাকর বক্তব্যেরও নিন্দা: পোস্টে ইসরাইল মিঞা অভিযোগ করেন, “বিশেষ করে আলেম-ওলামাদের নিয়ে আপনার বিষোদগার, তাচ্ছিল্য ও অবমাননাকর বক্তব্য জাতিকে হতাশ করছে।” তিনি বলেন, “আপনি ২০২৪-এর ছাত্র-গণআন্দোলনের বিরোধিতা করে নেতৃত্বকে ব্যঙ্গ করেছেন, গালাগাল করেছেন—এটা দলের আদর্শের পরিপন্থী।”তিনি আরও লেখেন, “আপনার এসব মনগড়া মন্তব্য বিএনপির মূল অবস্থান থেকে বিচ্যুত হচ্ছে। যারা জন্মের পর থেকেই শহীদ জিয়াউর রহমান ও বিএনপির প্রতি সমর্থন দিয়ে এসেছে, তাদের ভোটব্যাংকে আপনি আঘাত হানছেন।” কেন্দ্রীয় নেতাদের প্রতি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান: পোস্টের শেষাংশে ইসরাইল মিঞা দলের শীর্ষ নেতাদের উদ্দেশে বলেন, “এই অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে ফজলুর রহমানের বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে দ্রুত একটি সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে হবে। না হলে অনাকাঙ্ক্ষিত ভোট বিপর্যয় অনিবার্য।”তিনি স্পষ্টভাবে জানান, “আমরা মুক্তিযুদ্ধবিরোধী, গণতন্ত্রবিরোধী, ধর্মবিরোধী বা ছাত্র আন্দোলনের বিরোধী নই। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে।” ফজলুর রহমানের বিতর্কিত অবস্থান নিয়ে সমালোচনার ধারাবাহিকতা: উল্লেখ্য, ফজলুর রহমানের রাজনৈতিক অবস্থান নিয়ে এর আগেও ছাত্রদল নেত্রী ও কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ শাখার সভাপতি নুসরাত জাহান প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি এক ফেসবুক পোস্টে ফজলুর রহমানের বক্তব্যকে ছাত্রদলের চেতনার পরিপন্থী বলে আখ্যায়িত করেন, যা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।বিএনপির অভ্যন্তরেই ফজলুর রহমানকে ঘিরে যে অস্বস্তি বাড়ছে—এবার তা প্রকাশ্যে এলো কিশোরগঞ্জ জেলা পর্যায় থেকে। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় নেতৃত্ব এই সংকটে কী পদক্ষেপ গ্রহণ করে।

“প্লিজ ভাই, এবার থামুন”  ফজলুর রহমানকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক